শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে সাভারে বিক্ষোভ

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১৫৬ বার পড়া হয়েছে /

ব্রাহ্মণবাড়িয়ায় লিফলেট বিতরণকালে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন নিহতের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাভারে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।রোববার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের নবীনগর এলাকায় বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মাহফুজ ইকবাল।এ সময় বিক্ষোভ মিছিলটি সাভারের নবীনগর স্মৃতিসৌধ এলাকা প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। বিক্ষোভ প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতা মাহফুজ ইকবাল বলেন, ছাত্রদলের কোন নেতাকর্মীর উপর নির্যাতন করা হলে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ঘোষণা অনুযায়ী এখন থেকে পাল্টা প্রতিরোধ করে তোলা হবে। ছাত্রদল শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে। তবে কর্মসূচিতে বাধা দেওয়া হলে যেকোনো পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে। পুলিশের গুলিতে নয়ন হত্যার বিচারসহ নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি আদায়ে রাজপথে থাকার ঘোষণা দেন তিনি।উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বরের কুমিল্লা বিভাগীয় বিএনপির গণসমাবেশ সফল করতে গত ২০ নভেম্বর লিফলেট বিতরণের সময় পুলিশের গুলিতে নিহত হন নয়ন মিয়া। নিহত নয়ন ব্রাহ্মণবাড়িয়ার রামগঞ্জ উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD