মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচিত কে এই গানিম আল মুফতাহ?

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৪৯ বার পড়া হয়েছে /

গতকাল রবিবার (২০ নভেম্বর) কাতার ফুটবল বিশ্বকাপের উদ্বোধন হয়। উদ্বোধনী মঞ্চে দেখা যায় ঘানেম আল মুফতাহকে। দুই হাতে ভর দিয়ে মঞ্চে এসে অভিনেতা মরগ্যান ফ্রিম্যানের সাথে তিনি সঞ্চালনা করলেন বেশ কিছুক্ষণ।ঘানেম কাতার বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তিনি পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করলেন। কডাল রিগ্রেশন সিন্ড্রোমে আক্রান্ত ঘানেমের বয়স ২০ বছর। খুব কম মানুষেরই এই রোগ দেখা যায়। জন্ম থেকেই পা নেই। কিন্তু সেসব বাধা টপকে বহু মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন ঘানেম।তার ইউটিউব চ্যানেল ও রয়েছে। সেখানে তিনি মানুষকে অনুপ্রেরণা দিতে বিভিন্ন কথা বলেন। তার আইসক্রিমের ব্যবসাও রয়েছে।ফ্রিম্যানের সাথে রবিবার উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন ঘানেম। তিনি পবিত্র কুরআন তিলাওয়াত শোনালেন উপস্থিত দর্শকদের এবং সারাবিশ্বের ফুটবলপ্রেমীদের।কাতারের বিভিন্ন দিক তুলে ধরা হলো সেই অনুষ্ঠানে। বিশ্বকাপের জমকালো আয়োজনে অনুষ্ঠান মঞ্চে হাজির হন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও কাতারের শাসক তামিম বিন হামাদ আল থানি।তার পরেই বিশ্বকাপে ঐক্যের বার্তা শোনাতে শোনাতে হাজির হন হলিউডি অভিনেতা মরগ্যান ফ্রিম্যান। তার সাথে মঞ্চে প্রবেশ করেন বিশেষভাবে সক্ষম ঘানেম।গাইলেন কোরীয় ব্যান্ড বিটিএসের প্রধান গায়ক জান কুক। তার সাথেই এলেন কাতারের গায়ক ফাহাদ আল-কুবায়সি। এর আগের বিশ্বকাপে যে যে গানগুলো গাওয়া হয়েছিল, সেগুলো ফিরে এলো।১৯৯৮ বিশ্বকাপে রিকি মার্টিনের গাওয়া ‘ওলে, ওলে’ থেকে ২০১০ বিশ্বকাপে শাকিরার গাওয়া ‘ওয়াকা, ওয়াকা’, সবই শোনা গেল। গত বিশ্বকাপগুলোকে যেসব মাসকাট ছিল, তাদেরও একে একে হাজির করানো হলো।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD