ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগে মূল ঘাতককে গ্রেপ্তার করেছে পিবিআই।উল্লেখ্য, ঢাকা জেলার ধামরাই কুল্লা ইউনিয়নে বরাকৈর গ্রামে গত ২১ অক্টোবর সকালে জমিতে মাটি কাটতে বাধা দিলে আসামীরা সেলিম (৪২) কে পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা সেলিম কে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন।এই ঘটনায় সেলিমের পিতা আব্দুল কাদের গত ২২ অক্টোবর ধামরাই থানায় ১৮ জনের নামে হত্যা মামলা দায়ের করে।মামলা দায়ের হওয়ার পর থেকে হত্যাকান্ডের মূল ঘাতক দ্বীন ইসলাম(৪০) পালিয়ে যায়। তিনি একই গ্রামের সাত্তারের ছেলে। পরে পিপিআইয়োর হাতে ৩০ নভেম্বর গ্রেপ্তার হন তিনি।ঢাকা জেলা পিবিআইয়ের উপপরিদর্শক সাহেল ইমরান বলেন, মামলাটি আলোচিত হওয়ার পর থেকেই আসামীরা আত্নগোপন করে। তিনি আরও জানান, গত ৩০শে নভেম্বর গাজীপুরের মাওনা এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহযোগিতায় হত্যা মামলার মূল আসামী দ্বীন কে গ্রেপ্তার করতে সক্ষম হই। ঘটনার দিন দ্বীন ইসলাম নিহত সেলিমের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে ছিলো। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ঢাকা চিফ জুডিশিয়াল আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে দ্বীন ইসলাম। জবানবন্দি শেষে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।