সাভারের রাজফুলবাড়ীয়া এলাকায় ভূমিদস্যু শফিকুল ইসলাম সাবুর ফাঁসির দাবিতে মানববন্ধন শেষে সাভার মডেল থানায় একটি স্মারকলিপি জমা দেন স্থানীয়রা।আজ সোমবার (১২ই ডিসেম্বর) সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ব্যবসায়ী হোসেন আলীর খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতে ছোট ছোট সন্তান সহ স্থানীয়রা।গত ১২ দিন আগে নিহতের উপর অতর্কিত হামলা চালায় স্থানীয় ভূমিদস্যু শফিকুল ইসলাম সাবু ও তার সন্ত্রাসী বাহিনী। এত দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হোসেন আলীর মৃত্যু হয়।জানা যায়, স্বেচ্ছাসেবক লীগের নামধারী নেতা শফিকুল ইসলাম সাবু ও নিহতের পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ২৬শে নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে হোসেন আলী ও তার ছোট ভাই খোরশেদ আলম রিকশা যোগে রাজফুলবাড়ীয়া থেকে রামচন্দ্রপুরের ছাগিপাড়া নিজ বাড়িতে ফেরার পথে হাজী মার্কেট এর কাছে পৌঁছালে অভিযুক্ত সাবু ও তার সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাতাড়ি জখম করে মৃত ভেবে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাভার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে আইসিউতে ও পরে লাইফ সাপোর্টে রাখা হয়।এরপর ঢাকা আরিচা মহাসড়কের ফুলবাড়ীয়া বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে স্থানীয়রা। এ সময় কয়েকশ গ্রামবাসী মিলে ঢাকা আরিচা মহাসড়ক, রাজ ফুলবাড়ীয়া এলাকা থেকে পায়ে হেঁটে সাভার থানা ও সাভার প্রেস ক্লাবে স্মারকলিপি দেন। এ সময় খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মিছিল করেছে এলাকাবাসী।ঘটনাস্থলে পৌঁছান সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর। তিনি এ সময় খুনি শাবুর বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনারও আশ্বাস দিয়েছেন তিনি।উক্ত মানববন্ধনের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে প্রচন্ড যানজটের সৃষ্টি হয়।