কিশোরগঞ্জে আটক হয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া।মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে শহরের রথখোলা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। এ সময় তার সাথে সাইদুর রহমান নামে এক যুবদল কর্মীকেও আটক করা হয়।কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ইসরাইল মিয়া সন্ত্রাস ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন বলে খবর পেয়ে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলারও প্রস্তুতি চলছে।জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, (১৪ ডিসেম্বর) মঙ্গলবার কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিলের জন্য নেতাকর্মীরা রথখলা মাঠে জমায়েত হচ্ছিলেন। সেখান থেকেই ইসরাইল মিয়া ও সাইদুরকে আটক করা হয়।তিনি আরও বলেন,গত কয়েকদিনে বিএনপির প্রায় ১৪ জনকে আটক করে পুলিশ। এরমধ্যে কয়েকজন হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসেছেন।বিএনপির নেতাকর্মীরা এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেপ্তার সকল নেতাকর্মীর মুক্তির দাবি করেছেন।