প্রায় এক যূগ ধরে সংস্কার না হওয়ায় কিশোরগঞ্জ সদর উপজেলা পৌরসভার ৪নং ওয়ার্ডের চরশোলাকিয়া মরহুম বাদশা মিয়ার বাড়ির গলির রাস্তার অবস্থা বেহাল। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার হাজারো বাসিন্দা।সরেজমিনে দেখা যায়, উক্ত রাস্তাটি সংস্কারের অভাবে রাস্তাটি দিনদিন ভেঙ্গে যাচ্ছে। পাশে জমে আছে ময়লা আবর্জনা। পঁচা দুর্গন্ধে চলাচল করা মুশকিল। এই রাস্তাটি সরাসরি শোলাকিয়া ঈদগাহ মাঠে সংযুক্ত হওয়ায় প্রতি বছর ঈদের নামাজ আদায় করার জন্য হাজার হাজার মানুষ এই রাস্তাটি দিয়ে চলাচল করে।এলাকার স্থায়ী বাসিন্দা রুমান ও জাকির প্রতিবেদককে জানান, প্রায় ১০-১২ বছর যাবৎ এ রাস্তার কোনো সংস্কার নেই। বার বার কতৃপক্ষকে জানানো হলেও তারা উদাসীন এই রাস্তাটি নিয়ে যার কারনে মহল্লার মানুষ ও ঈদে শোলাকিয়া ঈদগাহে নামাজে যাওয়া পথচারীদের পোহাতে হয় চরম ভোগান্তির।তারা আরও জানান, কেউ এই রাস্তাটির ব্যপারে নজর দিচ্ছে না। বর্তমানে কমিশনার ও প্রাক্তন কমিশনার আবু নাসের মিন্টু হিলালী সেও এই রাস্তাটি মেরামত করেননি। বর্তমান যে কমিশনার আছেন তিনি দুই মেয়াদে দায়িত্ব পালন করলেও রাস্তাটির এই বেহাল দশায় নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেননি। হয়নি কোনো সংস্কারও।এই বিষয় এলাকার স্থায়ী বাসিন্দারা কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও বর্তমান কমিশনারের কাছে বিনীত অনুরোধ জানিয়ে বলেন রাস্তাটির দ্রুত সংস্কার করে এলাকাবাসীদরকে এই চরম দূর্ভোগ থেকে রক্ষা করতে।