মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন

আশরাফ হাকিমির স্ত্রীকে নিয়ে তসলিমার বিস্ফোরক মন্তব্য

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে /

কাতার বিশ্বকাপে নকআউট পর্বে স্পেন ও পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে ওঠে আফ্রিকান মুসলিম দেশ মরক্কো। প্রথমবার তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে ইতিহাস তৈরি করে। দুর্দান্ত খেলে তাক লাগিয়ে দিয়েছে এই দল। শুধু তাই নয়, প্রথম আফ্রিকান দল হিসেবে তারাই সেমিফাইনালে পৌঁছায়। এই দলেরই তারকা ফুটবলার আশরাফ হাকিমি।অবিশ্বাস্যভাবে মরক্কোকে সেমিফাইনালের মঞ্চে নিয়ে আশরাফ হাকিমির নাম ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। তবে শুধু হাকিমিই নয়,আলোচনায় আসে তার স্ত্রী হিবা আবুকের নামও। আর এই হিবা আবুককে নিয়েই মন্তব্য করে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন লেখিকা তসলিমা নাসরিন।সম্প্রতি টুইটারে এ তারকা দম্পতির ছবি দিয়ে তসলিমা লিখেছেন, ‘মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি ও তার স্ত্রী। তারা মুসলিম তবুও তার স্ত্রী হিজাব বা বোরখা পরে নেই।’আশরাফ হাকিমির স্ত্রী হিবা আবুক একজন মডেল। মডেল হিসেবে তার বেশ নাম ডাক রয়েছে। ২০০৮ সালে টিভি সিরিজ দিয়ে অভিনয় শুরুর কয়েক বছর পর হিবা খ্যাতি পান টিভি সিরিজ ‘এল প্রিন্সিপ’-এ ফাতিমা চরিত্রে অভিনয় করে। টিভি সিরিজ ছাড়াও আটটি স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি।এ দিকে পোশাক ফতোয়ায় জর্জরিত মধ্য-পশ্চিমের মুসলিমপ্রধান দেশগুলো। মুখ না ঢেকে পথে বেরোতে পারেন না নারীরা, প্রশাসনের কড়া নজরদারি তাদের উপর। প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গিয়েছে ইরানের ২২ বছরের তরুণী মাহসা আমিনির। তার মৃত্যুর পর থেকেই ইরানজুড়ে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ চলছে।এদিকে তসলিমা চিরকালই প্রতিবাদী ভাবমূর্তি বজায় রাখেন। নিজে মুসলিম হয়েও ইসলাম ধর্মের মৌলবাদের বিরুদ্ধে আঙুল তুলে এসেছেন। এবার হিজাব বিতর্ক নিয়ে সরব হয়েছেন এই লেখিকা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD