শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন

যা থাকছে কাতার বিশ্বকাপ ফুটবলের সমাপনী অনুষ্ঠানে

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১২০ বার পড়া হয়েছে /

২২তম কাতার বিশ্বকাপ ফুটবলের পর্দা নামছে আজ। রাত ৯টায় দোহার লুসাইল স্টেডিয়ামে স্বপ্নের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা ও কিলিয়েন এমবাপ্পের ফ্রান্স।ফিফার ঘোষণা অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপ্তি অনুষ্ঠানও থাকছে। ম্যাচ শুরুর অন্তত দেড় ঘণ্টা আগে নিয়ম মেনে সবাইকে আসন গ্রহণ করতে বলা হয়েছে। আর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এমন জমকালো অনুষ্ঠান হবে।যে অনুষ্ঠান সারা জীবন মনে থেকে যাবে সমর্থকদের। তবে ঠিক কয়টা থেকে সমাপ্তি অনুষ্ঠান শুরু হবে এবং কতক্ষণ চলবে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে কারা অংশগ্রহণ করবে, সেই তালিকা জানিয়ে দিয়েছে ফিফা। ‘আ নাইট টু রিমেম্বার’ নামে একটি গানের সংকলন চলবে, যেখানে এই বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলো ভিডিওর সাহায্যে দেখানো হবে। বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’ গাইবেন মার্কিন গায়ক ডেভিডো এবং আইশা। এরপর বিশ্বকাপের আর একটি গান ‘আর্বো’ গাইবেন ওজুনা এবং গিমস।এরপর তিনজনের সাথে মঞ্চে কোমর দোলাতে দেখা যাবে বলিউড তারকা নোরা ফাতেহিকে। তার সঙ্গী হবেন বালকিস, রহমা রিয়াদ এবং মানাল। ‘লাইট দ্য স্কাই’ গানের সাথে নাচবেন তারা। তবে উদ্বোধনী অনুষ্ঠানের মতো কিছু চমক থাকবে বলে জানিয়েছে আয়োজক দেশ কাতার।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD