শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

আজ সোহরাওয়ার্দী উদ্যানে ১৪ দলের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ বার পড়া হয়েছে /

বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্র’ প্রতিরোধে সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। আজ সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। সমাবেশে জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এতে প্রত্যেক নেতা ৫ মিনিট করে বক্তব্য প্রদানের সুযোগ পাবেন বলে জানা গেছে।এছাড়া সমাবেশের মঞ্চে ১৪ দলের ১৪ জন নেতা উঠবেন। এতে প্রত্যেক দল দুটি করে ব্যানার নিয়ে অংশগ্রহণ করবে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ড থেকে ১৪ দলের ব্যানার নিয়ে সমাবেশে যোগ দিবেন নেতাকর্মীরা।সমাবেশে গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে চলমান রাখতে কেন্দ্রীয় ১৪ দল নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি একনিষ্ঠভাবে সমর্থন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করবেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD