‘কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা’র বিপরীতে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। আজ সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে দলটি তাদের ২৭ দফা রূপরেখা দেবে।দলের পক্ষে দেশবাসীর সামনে এ রূপরেখা উপস্থাপন করবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এতে যুগপৎ আন্দোলনে ঐকমত্য পোষণকারী সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী, লেখক, সিনিয়র ও গণমাধ্যম সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছে।যুগপৎ আন্দোলনের ১০ দফা ও নতুন কর্মসূচি ঘোষণার আট দিনের মাথায় এ রূপরেখা দিতে যাচ্ছে দলটি। সরকারবিরোধী যুগপৎ আন্দোলন গড়তে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কয়েক দফা সংলাপ করে এটি চূড়ান্ত করা হয়।জানা যায়, রাষ্ট্র মেরামতের রূপরেখায় সংবিধান সংস্কার কমিশন গঠন; জাতীয় সমঝোতা কমিশন গঠন; নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন; সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন; রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনয়ন; দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা প্রবর্তন; নির্বাচন কমিশন নিয়োগ আইন সংশোধন; জুডিশিয়াল কমিশন গঠন; প্রশাসনিক সংস্কার কমিশন, মিডিয়া কমিশন; ন্যায়পাল নিয়োগ; গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড; নির্যাতনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের বিচার; অর্থনৈতিক সংস্কার কমিশনসহ ২৭টি দফা রয়েছে।রূপরেখায় বলা হয়েছে, বর্তমান কর্তৃত্ববাদী সরকার দেশের রাষ্ট্রকাঠামোকে ভেঙে চুরমার করে ফেলেছে। এ রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হবে। দেশের জনগণের হাতেই দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে। এ লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন পয়োজন।নির্বাচনে জয়লাভের পর বর্তমান ফ্যাসিস্ট সরকার হঠানোর আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহের সমন্বয়ে একটি ‘জনকল্যাণমূলক জাতীয় ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠা করা হবে। যারা সংস্কারমূলক ব্যবস্থাদি গ্রহণ করবে।