মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

মাজহারুল ইসলাম কানু’র স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

সোহেল মিয়া, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১২৯ বার পড়া হয়েছে /

কিশোরগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মরহুম মাজহারুল ইসলাম কানু’র স্মরনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের জেলা অফিসে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজাল,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী শরিফুল ইসলাম শরীফ এবং পৌর আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীর।উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা বলেন বক্তাগণ বলেন, কিশোরগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মরহুম মাজহারুল ইসলাম কানু’র মত সাহসী ও দৃঢ় মনোবলের অধিকারী নেতৃত্বের শূন্যতা কোনোভাবেই পুরণ হবার নয়। তিনি যাকে কথা দিয়েছেন যত বাঁধা বিপত্তি আসুক তাঁর সেই কথা তিনি রক্ষা করতেন। অসাম্প্রদায়িক চরিত্রের গুণাবলী ছিল তাঁর জীবনে। তাঁর এই অকাল মৃত্যুতে কিশোরগঞ্জ পৌর এলাকাবাসী বটবৃক্ষের ন্যায় একজন অভিভাবক হারিয়েছে। এলাকার গণমানুষের উন্নয়নে তিনি যে কাজ করে গেছেন, সেই কাজের মধ্যে দিয়েই তিনি মানুষের হৃদয়ে যুগ-যুগ বেঁচে থাকবেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD