মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

স্বামীকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান নায়িকা মাহি

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৩২ বার পড়া হয়েছে /

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। সিনেমায় অভিনয় করলেও পাশাপাশি স্বামী-সংসার ও ব্যবসায় সময় দিয়ে থাকেন তিনি। বিয়ের পরে চলতি বছরের শুরুতে মা হতে যাওয়ার খবর জানান। আর বর্তমানে অন্তঃসত্ত্বা এই অভিনেত্রী।সিনেমার তারকা হলেও রাজনীতিতেও এখন বেশ সক্রিয় হচ্ছেন। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন। আগামী ২ বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাহি।বিএনপির ছেড়ে দেওয়া পাঁচ সংদীয় আসনে ফেব্রুয়ারির প্রথম দিন ভোটের তারিখ রেখে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চাপাইনবাবগঞ্জ-২ আসনে আগে সংসদ সদস্য ছিলো বিএনপির আমিনুল ইসলাম। ঠিক সেই আসনে নির্বাচন করতে ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেত্রী মাহিয়া মাহির স্বামী রকিব সরকার।আর তাই এবার স্বামীর সমর্থনে এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট স্বামী রকিবের ছবি দিয়ে লিখেন, ‘প্রিয় রকিব সরকার, আগামী উপনির্বাচনে আপনাকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য হিসাবে দেখতে চাই। সেখানে আপনাকে দরকার, আমরা আপনাকে চাই।’নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম জানান, ‘ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে ১ ফেব্রুয়ারি বুধবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD