শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন

কাঠালিয়ায় কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

গোলাম মাওলা, ঝালকাঠি
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১০৯ বার পড়া হয়েছে /

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে একটি গাছে ঝুলন্ত অবস্থায়  শহীদ রাজা ডিগ্রী কলেজ আমুয়ার দ্বাদশ শ্রেণির ছাত্র হৃদয় খানের লাশ উদ্ধার করে কাঠালিয়া থানা পুলিশ। মৃত কলেজ ছাত্র উপজেলার আনইলবুনিয়া গ্রামের মোঃ আব্দুল কুদ্দুস খানের পুত্র।মৃতের স্বজনরা এ বিষয়ে জানান, বাড়ির সামনের কমলা গাছের সাথে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।হৃদয়ের পিতা আব্দুল কুদ্দুস খান জানান, হৃদয় চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজয় দিবসের অনুষ্ঠান শেষে বাড় ফিরে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে যায়। সকালে হৃদয়ের ঘুমানো রুমে বাহির থেকে ছিটকানী আটকানো দেখতে পাই। পরে খোজা-খুজি করে বাড়ীর সামনের কমলা গাছের সাথে তার লাশ ঝুলতে দেখা যায়।কাঠালিয়া থানার এস আই মোঃ কাইয়ুম বাদুর জানান, ঝুলন্ত লাশের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি।থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী জানান, আমরা লাশ উদ্ধার করেছি, এখন ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD