শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

আশুলিয়া জুয়েলারি সমিতির নতুন সভাপতির স্বর্ণ বেচাকেনায় নিরাপত্তা জোরদার

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ২৫৩ বার পড়া হয়েছে /

আশুলিয়া জুয়েলারি সমিতি নতুন সভাপতি প্রদীপ চন্দ্র ঘোষ পদে আসার পরের মুহূর্ত থেকে বৈধ স্বর্ণ বেচাকেনার নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। তার গঠিত ১১ সদস্যবিশিষ্ট কমিটি কাজ করে চলছে নিরাপদ ও বৈধ স্বর্ণ ক্রয় বিক্রয় করতে।বৈধভাবে সোনা আমদানি করতে হলে পদে পদে হয়রানি আর দীর্ঘসূত্রতার কবলে পড়তে হয়। আছে আরও অনেক ঝক্কি-ঝামেলা। নানা অপ্রীতিকর প্রশ্নের উত্তর দিতে হয়। স্বর্ণ ব্যবসায় যে বিপুল অঙ্কের বিনিয়োগ, তার উৎস নিয়েও আছে লুকোচুরি। বৈধ আমদানিতে এসব গোমর ফাঁস হয়ে যাওয়ার ভয় থাকে বলে স্বীকার করেছেন একাধিক সোনা ব্যবসায়ী। তারপরও নানা ঘাটে ধরনা দিয়ে বিভিন্ন ধরনের অনুমতিপত্র সংগ্রহের পরই বাংলাদেশ ব্যাংকে আবেদনের নিয়ম আছে। এতে অনেক সময় নষ্ট হয়। যার কারণে বাংলাদেশের বেশিরভাগ স্বর্ণ ব্যবসায়ী অবৈধ পন্থা অবলম্বন করে থাকেন।তবে আশুলিয়ার চিত্র এখন একদমই ভিন্ন। প্রদীপ চন্দ্র ঘোষ সভাপতি পদে আসার পর এসকল বাঁধা-বিপত্তি ও প্রতিকূলতা পেরিয়ে এলাকায় সঠিক ও বৈধ নিয়মে স্বর্ণ ব্যবসায় পরিচালনা হচ্ছে।এ বিষয়ে সভাপতি প্রদীপ চন্দ্র ঘোষ বলেন, এটি আমার বংশগত ব্যবসা, আমি এর মান ক্ষুণ্ণ হবে এরকম কোনো পন্থা অবলম্বন করতে পারব না। যূগ যূগ ধরে আমার পূর্বপুরুষরা সঠিক ও বৈধ নিয়মে স্বর্ণের বেচাকেনা করে আসছে। এই ব্যবসায় অবৈধ পন্থা অবলম্বন করলে আমার পূর্বপুরুষদের মানকে কলুষিত করা হবে।তিনি আরও বলেন, তিনি যতদিন সভাপতির আসনে থাকবেন আশুলিয়াতে তিনি এবং তার ১১ সদস্যবিশিষ্ট কমিটি বৈধ স্বর্নের বেচাকেনা নিশ্চিত করবেন।আশুলিয়া, টংগাবাড়ি, চাড়াবাগ,খেজুর বাগানপর সকল দোকান আশুলিয়া জুয়েলারি সমিতি লিঃ এর আওতাধীন এ স্বর্ণ ব্যবসায়ীদের জন্য যেসব নিয়ম ঘোষণা করেছেন তা হলো- প্রতিটি স্বর্ণ ক্রয় বিক্রয় করতে হলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ১ কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। প্রতি শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটির দিনে বিশেষ প্রয়োজন এবং অনুমতি ছাড়া দোকান খুললে সদস্য পদ বাতিল বলে গণ্য করা হবে।প্রতিটি সদস্যের মতামত বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সকল সদস্য মাসিক চাঁদা দিতে বাধ্য থাকবে।কোন প্রকার ভেজাল স্বর্ণ ক্রয় বিক্রয় করলে বিক্রেতাকে বহিষ্কার করা হবে।

 

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD