রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

মেট্রোরেল বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন দিগন্ত: রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১০৯ বার পড়া হয়েছে /

মেট্রোরেল বাংলাদেশ-জাপান সম্পর্কের মধ্যে নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। আজ বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে রাজধানীতে মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।বক্তব্যের শুরুতেই উপস্থিত সকলকে সালাম দিয়ে রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, ‘শুভ অপরাহ্ণ।’ এ সময় সমাবেশে উপস্থিত অতিথিরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।তিনি বলেন, মেট্রোরেল উদ্বোধনের মুহূর্তটি জাপান-বাংলাদেশ সম্পর্কের জন্য মাহেন্দ্রক্ষণ। দুই দেশের সম্পর্কের মধ্যে এটি নতুন দিগন্তের সূচনা করবে।প্রসঙ্গত, মেট্রোরেল নির্মাণের সঙ্গে শুরু থেকে জড়িত ছিল জাপান। এই প্রকল্পে মোট ব্যয় হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হচ্ছে ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা। এ ছাড়া ঋণ নেওয়া হয়েছে ১৯ হাজার ৭১৮ কোটি টাকা, যা দিয়েছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD