মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন

পিএসজির নেইমারের লাল কার্ড, নাটকীয় জয় পিএসজির

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৩২ বার পড়া হয়েছে /

বিশ্বকাপের পর প্রথম ম্যাচে মাঠে নেমেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নেইমারকে। এর পরও স্ত্রাসবুর্গের বিপক্ষে দলের অন্যতম সেরা তারকা নেইমারকে ছাড়াই নাটকীয় জয় তুলে নিয়েছে পিএসজি।ম্যাচের একেবারে শেষ মুহূর্তে কিলিয়ান এমবাপ্পের গোলে ২-১ গোলের জয় পায় তারা। ম্যাচে প্রথমার্ধের ১৪ মিনিটে প্রথম লিড পায় পিএসজি। নেইমারের দুর্দান্ত ফ্রি কিক থেকে হেডে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস। এমবাপ্পেকে ফাউল করায় এই ফ্রি কিক পেয়েছিল ফরাসি চ্যাম্পিয়নরা।ম্যাচের ৩০ মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল স্ত্রাসবুর্গ। আদ্রিয়াঁ তমাসোঁর ক্রসে কেভিন গামেহোর শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন পিএসজি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। ফিরতি বলেও সুযোগ পেয়েছিলেন লুডোভিকে তবে ঠিকমতো শট নিতে ব্যর্থ হন তিনি।দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে স্ত্রাসবুর্গ। ম্যাচের ৫১ মিনিটে তমাসোঁর ক্রস মার্কিনিয়োসের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। তিন মিনিট পর ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পিএসজি। নেইমারের চমৎকার পাসে বিপজ্জনক জায়গায় বল পেয়েছিলেন এমবাপ্পে। কিন্তু তার সেই শট এগিয়ে এসে ঠেকিয়ে দেন স্ত্রাসবুর্গের গোলরক্ষক।৬২তম মিনিটে নেইমার লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় পিএসজি। ম্যাচে একের পর এক আক্রমণ করেও যখন গোলের দেখা পাচ্ছিল না পিএসজি, তখন দলকে বিপদ থেকে উদ্ধার করেন এমবাপ্পে। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এমবাপ্পে পিএসজির জয় নিশ্চিত করেন। ফরাসি ডিফেন্ডার নিয়ামসি এমবাপ্পেকে ফাউল এই পেনাল্টি পেয়েছিল তারা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD