দেশের বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ব্যাংকগুলোর সব শাখা-উপশাখা বন্ধ থাকবে।বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ভোটারদের ভোটদানের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিভিন্ন এলাকায় ৪৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ও ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শূন্য পদের উপ-নির্বাচন এবং ৫টি পৌরসভার (রাজশাহী জেলার বাঘা, দিনাজপুর জেলার বিরল, পঞ্চগড় জেলার বোদা, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা এবং নাটোর জেলার বনপাড়া) নির্বাচন অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকাধীন যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা বা উপ-শাখা থাকলে তা বন্ধ থাকবে।সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন ব্যাংকের শাখা বা উপশাখাসমূহে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।