বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৫:৩৩ পূর্বাহ্ন

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৪৬ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

ঘন কুয়াশার কারণে সাড়ে ৯ ঘণ্টা পর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।এর আগে রাত ১টার দিকে ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে কয়েকটি ফেরি।এদিকে কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তের এক কিলোমিটার সড়কে আটকা পড়েছে বেশ কিছু যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। কয়েক ঘণ্টা বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে অল্প কিছু যানবাহন আটকা পড়েছে। এ রুটে ছোট-বড় ১১টি ফেরি চলাচল করছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD