সারাদেশের ন্যায় ঝালকাঠির জেলা কাঁঠালিয়া উপজেলায় ২০২৩ সালের উৎসবের মধ্যে দিয়ে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক হাতে পেলো শিক্ষার্থীরা।এ উপলক্ষ্যে আজ সকাল ১০ টায় উওর তালগাছিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসা আয়োজনে অধ্যক্ষ জনাব সিদ্দিকুর রহমান সিদ্দিকী সভাপতিত্বে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে ৫নং শৌজালিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন প্রধান অতিথি ও সমাজসেবক শামসুল হক সুমন থেকে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বছরের প্রথম দিনেই নতুন পাঠ্যপুস্তক তুলে দিয়ে এই বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন।নতুন বই পাওয়ার আশায় ঐ মাদ্রাসার মাঠে কোমলমতি শিক্ষার্থী ও অবিভাবকদের যেন এক আনন্দমেলা বসেছিলো। বই পাওয়া কিছু শিক্ষার্থী বলেন, বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে তারা খুব আনন্দিত।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ ছাইম সিকদার।