সারাদেশের ন্যায় জামালপুরের বকশীগঞ্জে আগামী ৭-১২ জানুয়ারী ২৭তম “জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ” পালন উপলক্ষে রবিবার সকালে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রন কার্যক্রমের সহযোগীতায় ডাক্তার আজিজুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরোয়ার আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার মোশারফ হোসেন, সদর হাসপাতালের এটিও ফরিদ প্রমূখ।সভায় বক্তারা জানান, ভবিষ্যত প্রজন্মকে সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে তাঁদের কৃমিমুক্ত রাখতে হবে। এ লক্ষ্যে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ৭-১২ জানুয়ারি ২০২৩ বকশীগঞ্জ উপজেলাতে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ কার্যক্রম পালন করবে । স্কুলের প্রতিটি শিশুকে প্রতি ৬ মাসে ১টি ট্যাবলেট দিতে হবে। কোন শিশু যেন কৃমিনাশক ট্যাবলেট খাওয়া থেকে বাদ না পড়ে সেজন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। শিশুদের রোগমুক্ত, সুস্থ্য সবলভাবে গড়ে তুলতে তাঁদের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে জোর দিতে হবে। এ সকল কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের ফলে মা ও শিশু মৃত্যু হার কমিয়ে আনা সম্ভব হয়েছে। ফলে স্বাস্থ্যসেবায় সরকারের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে।