ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে (থার্টি ফার্স্ট নাইট) রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ মধ্যে মানিকদি বাজার, পুরান ঢাকার লালবাগ ও সদরঘাট এলাকায় ওড়ানো ফানুস থেকে আগুন ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে তা নিয়ন্ত্রণে আনে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার পরে (১ জানুয়ারি) এসব ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, মানিকদি বাজারের সবুজ সাঁতার গলির একটি বাসায় আগুন লাগে। পরে ঘটনাস্থলে দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আসে।এছাড়া লালবাগ ও সদরঘাটের হকার্স মার্কেটের ছাদে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট যায়। তবে গিয়ে দেখা যায়, আগুন নিভে গেছে।অন্যদিকে রাজধানীর ফকিরাপুল, মতিঝিল, পল্টন, মালিবাগ ও শান্তিবাগের বিভিন্ন স্থানে ফানুস থেকে আগুন লাগার খবর পাওয়া যায়, যা স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলে। এছাড়া আদাবরে বৈদ্যুতিক তারে ফানুস পরে বিদ্যুৎ গোলযোগ তৈরি হওয়ার খবর পাওয়া গেছে।এর আগে, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে নগরবাসীকে ফানুস না উড়ানোর অনুরোধ জানিয়েছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।