রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন

বিছানায় রক্তের ছোপ, সংবাদ সম্মেলন ডেকেছেন পরীম

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ১৩৮ বার পড়া হয়েছে /

ফেসবুকে বিচ্ছেদের ঘোষণার কয়েক ঘন্টা পর রক্তাক্ত বিছানা- বালিশের ছবি প্রকাশ করেছেন পরীমণি। পাশাপাশি সংবাদ সম্মেলনের ঘোষণাও দিয়েছেন তিনি।আজ (১ জানুয়ারি) সকাল ৬টায় পরীমণি তার ফেসবুকে দুটি ছবি পোস্ট করেছেন। ছবি দুটি নতুন জটিলতার আভাস দিচ্ছে বলে মনে করছেন তার ভক্ত-অনুরাগীরা। তবে কি স্বামী রাজের সাথে আবারো কোনো ঝামেলায় জড়িয়েছেন তিনি? না অন্যকিছু?

স্ট্যাটাসে ছবির সাথে সংবাদ সম্মেলনের কথা নতুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে।গতকাল শনিবার (৩১ ডিসেম্বর) পরী তার ফেসবুকে এক স্ট্যাটাসে ইঙ্গিত দিয়েছিলেন, স্বামী রাজের সাথে তার সংসারের ইতি টানছেন। পাশাপাশি তিনি গণমাধ্যমকে আরও জানান, খুব শিগগির রাজকে ডিভোর্স লেটার দেবেন।কিন্তু শনিবার দিনগত রাতে পরী জানিয়েছিলেন- মান-অভিমান ভুলে আবারো রাজের সাথে আছেন তিনি।

কিন্তু এর কয়েক ঘণ্টা পরই ফেসবুকে তিনি নতুন একটি পোস্ট দেন। এর সাথে দুটি ছবিও শেয়ার করেছেন পরী। এ ছবিতে দেখা যায়, পরীর বাসার বিছানা ও বালিশ রক্তমাখা। পরীমণি ছবি দুটি পোস্ট করে লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার। আগামীকাল সংবাদ সম্মেলন, লোডিং….’পরী তার স্ট্যাটাসে সংবাদ সম্মেলনের কথা বললেও কখন সংবাদ সম্মেলন হবে সে বিষয়েও কিছু বিস্তারিত পরিষ্কার করেননি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD