মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন

আশুলিয়া থেকে ডাকাত দলের মূলহোতাসহ ১৪ সদস্য আটক

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ১৩৫ বার পড়া হয়েছে /

সাভারের আশুলিয়া থেকে সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতাসহ ১৪ সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।র‌্যাব-৪ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, সংঘবদ্ধ ডাকাত চক্রটি ঢাকা-আরিচা মহাসড়কসহ দেশের বিভিন্ন জেলায় মহাসড়কে ডাকাতির মাধ্যমে বিভিন্ন অপরাধ কার্যক্রম পরিচালিত করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব উক্ত চক্রটিকে আইনের আওতায় নিয়ে আসার জন্য ছায়া তদন্ত শুরু করে যার প্রেক্ষিতে র‌্যাব ফোর্সের সদর দপ্তরে গোয়েন্দা শাখার সহযোগীতায় র‌্যাব-৪ ও র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিক্তিতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে ২ টি পিকআপ, ১ টি রামদা, ১টি হাসুয়া,১টি কুড়াল, ১টি চাপাতি,১টি হাতুড়ী,১৩টি মোবাইল,নগদ ৩৮,২০০ টাকাসহ। সংঘবদ্ধ ডাকাত দলের মূলহোতাসহ ১৪ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। আটককৃত ডাকাত সদস্যরা হলো,আলমগীর (২৩),কবির হোসেন (৩৫), রিপন (২৪),রবিউল আউয়াল (৩৪),জুয়েল (২১),সুমন (৩৪),রাজু (২৬), আইয়ুব শেখ (৪৫),জুবায়ের (২৫),জাকির (৩৫),সোহেল (৪৩),রাজন (২৪),বিল্লাল হোসেন (৩৮), ও আব্দুল মালেক শিকদার (৬৮)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা জানায় যে,তারা যৌথভাবে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়ক এলাকায় ডাকাতির সাথে সরাসরি জড়িত থাকার স্বীকারোক্তি প্রদান করেছে। গ্রেপ্তারকৃত আসামী রিপনের বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলা, কবিরের নামে ৪টি ডাকাতি মামলাসহ আলমগীরের নামে ৭টি, রবিউলের নামে ৩টি ও অন্যান্যদের নামে ডাকাতি,মাদক, চুরির মামলায় রয়েছে। সকল অপরাধমূলক কাজের জন্য আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD