মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন

হেমায়েতপুরে নারী ও শিশু হাসপাতাল উদ্ভোধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে /

সাভারের হেমায়েতপুর বাগবাড়ী এলাকায় সুবিধাবঞ্চিত গরীব অসহায় মানুষের স্বল্প খরচে উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু করল নারী ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। রবিবার (১ জানুয়ারি) দুপুর ১২ টায় সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর হাসপাতালটির উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোঃ শরিফুজ্জামান। এসময় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ফখরুল আলম সমর সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, হাসপাতালকে ব্যবসায়ী উদ্দেশ্যে না ধরে মানবসেবায় ধরার জন্য, এবং এলাকা বাসীর জন্য হাসপাতালটি অনেক উপকারে আসবে বলে মনে করেন। হাসপাতালের সকল কর্তৃপক্ষকে তিনি অনুরোধ জানান সেবার মান বাড়িয়ে দেওয়ার জন্য এবং যথাযথ নিয়মে সঠিকভাবে সেবার উদ্দেশ্যে কাজ করার জন্য। সাভারের হেমায়েতপুরে জাফি কমপ্লেক্স, বাগবাড়ি তিন রাস্তার মোড় এলাকায় ২৫ শয্যা বিশিষ্ট নারী শিশু হাসপাতাল কর্তৃপক্ষ হামিদুল হাসান বলেন, আজ থেকে অনাগ্রসর সুবিধাবঞ্চিত মানুষেরা সব ধরণের রোগের চিকিৎসা সেবা পাবেন নারী শিশু হাসপাতালে। এ হাসপাতাল থেকে অসহায় গরীব রোগীদের স্বল্প খরচে চিকিৎসা সেবা প্রদান করা হবে। এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফিরোজ কাজল, সাবেক ইউপি সদস্য হাজি সাত্তার, মোহাম্মদ জিতু সারওয়ার, হাজি জালাল, সোহরাব আলি প্রমুখ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD