শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন

কাশ্মীরে ব্যাপক উত্তেজনা, প্রাণ গেল ৫ জনের

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে /

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পৃথক হামলায় পাঁচ বেসামরিক নাগরিকের প্রাণহানির পর একাংশে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে।রোববার (১ জানুয়ারি) কাশ্মীরের রাজৌরি জেলায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় বেসামরিক প্রাণহানির পর আইনশৃঙ্খলাবাহিনীর অভিযান ঘিরে এই উত্তেজনা চলছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।বিবিসি বলছে, ‘রোববার সন্ধ্যার দিকে রাজৌরি জেলার তিনটি বাড়িতে হামলা চালিয়েছে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা। এতে অন্তত চারজন নিহত ও আরও ৯ জন আহত হন। সোমবার (২ জানুয়ারি) সকালের দিকে একই স্থানের কাছে ফের বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে এক শিশু নিহত এবং চারজন আহত হয়েছেন।’তবে রাজৌরির এই বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। রোববারের ওই হামলার প্রতিবাদে রাজৌরিতে বিক্ষোভ ও ধর্মঘট শুরু করেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। নিরাপত্তা ত্রুটির জন্য স্থানীয় প্রশাসনকে দায়ী করেছেন তারা।ওই অঞ্চলের প্রশাসনিক প্রধান মনোজ সিনহা ‘রাজৌরিতে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার’ নিন্দা এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।সোমবার (২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ‘আমি জনগণকে আশ্বস্ত করছি, এই ঘৃণ্য হামলার পেছনে যারা জড়িত, তাদের শাস্তির মুখোমুখি করা হবে।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD