শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:৩৫ অপরাহ্ন

৪২৪ কোটি টাকার চাল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ৬৭ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

ভারত ও সিঙ্গাপুর থেকে ১ লাখ মেট্রিক টন চাল কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এতে ব্যয় হবে প্রায় ৪২৪ কোটি টাকা।আজ বুধবার (৪ জানুয়ারি) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে খাদ্য অধিদপ্তর কর্তৃক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের বাঘাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে ২১০ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৫০০ টাকায় ৫০ হাজার টন চাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।পাশাপাশি সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান থেকে ২১৩ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২৫০ টাকায় আরো ৫০ হাজার মেট্রিক টন চাল কেনার আরেকটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD