রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ্ মাজারের পাশে মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে একজন।শুক্রবার (৬ জানুয়ারী) দুপুর ১ টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে।জানা যায়,নাটোর থেকে ছেড়ে আসা হাইস মাইক্রোবাস বিড়ালদহ্ মাজার শরীফ পার হয়ে সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা এর বাড়ির কাছে রাজশাহীর দিক থেকে আসা এক মোটরসাইকেল আরোহী উক্ত স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়।মোটরসাইকেল চালক নিহত ব্যক্তির নাম বাচ্চু ইসলাম, বিড়ালদহ্ মাজার এলাকার ইমরানের ছেলে। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী যুবক বাচ্চু ইসলাম মারা যায়।দুর্ঘটনাটির সাথেই হাইস মাইক্রোবাসে আগুন লেগে যায়, দ্রুত মাইক্রোবাসটির ড্রাইভার বাহিরে বের হতেওর সেই সাথে যাত্রী গন নামতে সক্ষম হয়। মাইক্রোবাসে আগুনের সূত্রটি এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। এ সময় খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মাইক্রোবাসের ড্রাইভার পুলিশ হেফাজতে রয়েছে।এই বিষয়ে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম গণমাধ্যম কর্মীদের বলেন, রাজশাহী গামি হাইস মাইক্রোবাস এবং বিড়াল দেওয়া গামী এক মোটরসাইকেল চালক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন। মাইক্রোবাসে আগুন লাগার বিষয়টি এখনো জানা যায়নি তদন্ত শেষে বলা যাবে। মাইক্রোবাসের ড্রাইভার পুলিশ হেফাজতে রয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। কোন অভিযোগ না থাকায়, মৃত লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে নিয়মিত একটি মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে।