প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ঢাকায় সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল এইলিন লউবেখার।আজ সোমবার (৯ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে দেখা করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক এই জ্যেষ্ঠ পরিচালক।তিন দিনের সফরে গত শনিবার তিনি ঢাকা আসেন। গতকাল রবিবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জো বাইডেনের এই বিশেষ সহকারী। আজ পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এই মার্কিন নিরাপত্তা উপদেষ্টা।