শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন

মেট্রোরেলের পল্লবী স্টেশন চালু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
  • ১৪৩ বার পড়া হয়েছে /

মেট্রোরেলের পল্লবী স্টেশন সচল হয়েছে। উত্তরা থেকে আগারগাঁও অংশে ট্রেন চালু হওয়ার পর, এবার পল্লবী স্টেশনে বিরতি দিয়ে যাত্রী পরিবহন শুরু হলো।বুধবার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৫ মিনিটে উত্তরা থেকে মেট্টোরেলের একটি ট্রেন মিরপুরের পল্লবী স্টেশনে পৌঁছায়। যাত্রী ওঠানামায় দুই মিনিট সময় নেওয়ার পর ট্রেনটি আগারগাঁওয়ের উদ্দেশ্য রওনা হয় ৮টা ৩৭ মিনিটে। পল্লবী থেকে আগারগাঁও পৌঁছাতে সময় লেগেছে মাত্র সাত মিনিট। মেট্রোরেলের পল্লবী স্টেশন কন্ট্রোলার মাসুদ রানা জানান, টিকিট কাটার সুবিধার্থে পল্লবী স্টেশনের গেট খোলা হবে সকাল ৮টা থেকে। ট্রেনগুলো আগের মতোই ১০ মিনিট পরপর চলাচল করবে।প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের পরদিন থেকে রাজধানীর দিয়াবাড়ীস্থ উত্তরা নর্থ স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত বিরতিহীন মেট্রোরেল চলাচল শুরু হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD