কিশোরগঞ্জের নিকলীতে মাহমুদ আলী (৮০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নিকলী থানার পুলিশ।
নিহত মাহমুদ আলী নিকলী উপজেলা সদর ইউনিয়নের ষাইটধার গ্রামের মৃত সবুর আলী ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে ও পুত্রবধূকে সকালে জিজ্ঞাসা বাদের জন্য আটক করে নিকলী থানার পুলিশ। আটককৃত হলো মোঃ আব্দুল হাসিম (৫১), সেলিনা আক্তার (৪৪)।
এলাকাসীর সূত্রে জানা যায়, গতকাল শনিবার ভোর বেলা ঘর থেকে নিখোঁজ হয় মাহমুদ আললী।তারপর অনেক খোঁজাখুঁজি পর বাড়ির পিছনে একটি পুকুরে লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয় লোকজন পুলিশ কে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় বাজিতপুর-নিকলীর অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত এএসপি সুজন চন্দ্র দাস ও নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মুনসুর আলী আরিফ ঘটনা সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।