কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গচিহাটা বাজারে চুরির অভিযোগে দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বাজিতপুর উপজেলার নবুরিয়া ইউনিয়নের মৃত গোলাম মোহাম্মদ ছেলে মোঃ সুমন মিয়া (৪০) এবং কিশোরগঞ্জ সদর উপজেলা
বয়লার গ্রামের মৃত আঃ জলিল মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (৪০) কে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি কটিয়াদি উপজেলা গচিহাটা বাজারে মাইশা ক্লথ স্টোর এন্ড পর্দা গ্যালারী নামক কাপড়ের দোকান থেকে সকালে ৭ টায় প্রায় ৫ লক্ষ টাকার মালামাল চুরু হয়। এই ব্যাপারে আব্দুল আল কাইয়ূম বাদী হয়ে ফেব্রুয়ারির ১ তারিখে কটিয়াদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কটিয়াদী থানার ওসি মোহাম্মদ শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।