শুক্রবার, ০২ জুন ২০২৩, ১২:০৩ অপরাহ্ন

নেত্রকোণার শীর্ষসন্ত্রাসী মিরপুরে আটক

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি 
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৫ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নেত্রকোনার এক যুবলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি মোর্শেদ হাবিব ভূঁইয়া ওরফে জুয়েলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ মে) ঢাকার মিরপুরের পাইকপাড়া বউ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছে পাওয়া যায় ৫৩ পিস ইয়াবা।পুলিশ বলছে, হাবিব ভূঁইয়া ওরফে জুয়েল নেত্রকোনার একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজন মামলা রয়েছে।শনিবার (১৩ মে) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া বউ বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশকে দেখে পালানোর চেষ্টা করেন জুয়েল। পরে ধাওয়া দিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার শরীর তল্লাশি করে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পুলিশ বলছে, জুয়েল পেশাদার অপরাধী। তিনি ২০০১ সালে নেত্রকোনা যুবলীগের তৎকালীন সভাপতি স্বপন জোয়ারদার হত্যা মামলার চার্জশিটভুক্ত এক নম্বর আসামি। বর্তমানে তিনি মিরপুর থাকেন এবং ইয়াবা কারবারে জড়িত।দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি করেন জুয়েল। তার বিরুদ্ধে নেত্রকোনা ও ঢাকার বিভিন্ন থানায় হত্যা, মাদক, অস্ত্রসহ ১২টি মামলা রয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD