রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

নিজ এলাকায় মোবাইল হারালেন ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে /

নিজ এলাকায় জামালপুরের ইসলামপুরে প্রয়াত প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের স্ত্রীর জানাজায় ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের একটি আইফোনসহ দুটি মোবাইল ফোন কে বা কারা হাতিয়ে নিয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ঘটনা ঘটে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রয়াত ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের সহধর্মিণী হাসনা মোশারফের নামাজে জানাজায় অংশ নেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। এ সময় তিনি পাঞ্জাবির পকেটে নিজের মোবাইল ফোন দুটি রেখে দেন। জানাজার নামাজ শেষ করে পাঞ্জাবি পকেটে রাখা মোবাইল দুটি ব্যবহার করতে গিয়ে আর পাননি তিনি। তাঁর হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে একটি আইফোন আছে।

এ বিষয়ে জানতে রাত ৮টার দিকে ধর্মমন্ত্রীর সঙ্গে মোবাইলে ফোনে যোগাযোগ করলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. শিপন আহম্মেদ কল রিসিভ করে আজকের পত্রিকাকে বলেন, ‘মন্ত্রী মহোদয় এখন ব্যস্ত আছেন।’ হারিয়ে যাওয়া মোবাইল ফোন দুটির বিষয়ে তিনি বলেন, ‘এখনো হারিয়ে যাওয়া দুটি মোবাইল ফোন পাওয়া যায়নি।’

ওসি সুমন তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘জানাজার নামাজ শেষ হওয়ার পর ধর্মমন্ত্রী মহোদয় পাঞ্জাবির পকেটে রাখা দুটি মোবাইল ফোন হারিয়ে ফেলেন। জানতে পেরেছি, মন্ত্রী মহোদয় সেটিংয়ে এয়ারপ্লেন মুড অপশন চালু রেখে পাঞ্জাবির পকেটে দুটি মোবাইল ফোন রেখেছিলেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD