বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন

গবির মাইক্রোবায়োলজি বিভাগে প্রথম পুনর্মিলনী, চলছে নিবন্ধন

মুনিয়া রহমান জান্নাত, গবি প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে /

প্রথমবারের মত পুনর্মিলনীর আয়োজন করতে চলেছে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) মাইক্রোবায়োলজি বিভাগ, ইতিমধ্যেই শুরু হয়েছে নিবন্ধন।

শনিবার (২৩ নভেম্বর) হতে এই নিবন্ধন শুরু হয়ে আগামী ০৫ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।

নবীন-প্রবীণ মিলিয়ে প্রায় পাঁচশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণের কথা এ মিলনমেলায়। প্রাক্তন শিক্ষার্থীদের ফি ১৩০০ টাকা এবং বর্তমান শিক্ষার্থী ও অতিথিদের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামী ২০ ডিসেম্বর গণস্বাস্থ্য কেন্দ্রের পি এইচএ ভবনে অনুষ্ঠিতব্য এই পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অনলাইনে গুগলফর্মের মাধ্যমে সকল তথ্য ও অর্থ দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে (http://docs.google.com/forms/d/e/1FAIpQLSc0zUO7K4oeuXrxT6L9NXWhP8O3-e3RncWj24aMuUNQ8ReIeQ/viewform)।

বিভাগটির ১৮তম ব্যাচের সাবেক শিক্ষার্থী রায়হান আহমেদ সকলকে যোগদানের আহবান করে বলেন, দীর্ঘ অপেক্ষার পর আমরা এই মিলনমেলার আয়োজন করতে যাচ্ছি। বহু প্রতিক্ষার শেষে সবাই একত্রেই হওয়ার সুযোগ আসছে। আয়োজক কমিটির পক্ষ থেকে এই আয়োজনে আমি বিভাগের সকল প্রাক্তন এবং বর্তমান ছাত্র ছাত্রীদের যোগ দিয়ে অনুষ্ঠান সফল করার আহবান জানাচ্ছি। আশা করি আমরা সবাই মিলে একটা সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারব।

সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিভাগটির বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো: শওকত মাহমুদ বলেন, আশা করি পূর্ণমিলনীতে সবাই একে অপরের সাথে পরিচিত হবে এবং পেশাগত জীবনে সকলের উন্নতি ও সাফল্য ত্বরান্বিত হবে। প্রতিবছরই এমন অনুষ্ঠানে আয়োজন করা গেলে আরো চমৎকার হবে।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এ বিভাগের ইতিমধ্যে ২৬ বছর পূর্তি হয়েছে।

 

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD