মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন

এভাবেই ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে: টাইগারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে /

মহানগর বার্তা,ঢাকাঃ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের মাটিতে দুর্দান্ত খেলে জয় চিনিয়ে আনায় বাংলাদেশকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

 

এ সময় তিনি বলেন, ‘আমাদের ছেলেরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবকিছুতেই ভালো করেছে। এভাবেই ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে।’ এই জয়ে ক্রিকেট দলের সবাইকে অভিনন্দন জানিয়েছেন তিনি। এর আগে রোববার এই জয়ের পর এক বার্তায় কৃতিত্বপূর্ণ এই জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্য, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টি-টোয়েন্টি ক্রিকেটের ঐতিহাসিক ম্যাচটিতে ৭ উইকেটের বড় ব্যবধানেই জিতেছে টাইগাররা। স্বাগতিকদের করা ১৪৮ রানের জবাবে বারবার ম্যাচের ভাগ্য দুলেছে। দুর্দান্ত ফিনিশিংয়ের ম্যাচে বাংলাদেশ জিতেছে একদম শেষ ওভারে গিয়ে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD