শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি আশুলিয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৭টি গাছের চারা রোপণ অটিজম শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন জাতিসংঘের ৭৮তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক গেলেন মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ব্যাংকার স্বামীর বিরুদ্ধে প্রকল্প হস্তান্তর: গ্রাহকদের প্রশংসায় ভাসল ‘রূপায়ণ হাউজিং এস্টেট’ আশুলিয়ায় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের চেতনার আলো ছড়িয়ে দিচ্ছে হাফিজ নাজনীন ফাউন্ডেশন আ.লীগের বডি ল্যাঙ্গুয়েজ সন্ত্রাসীদের মতো: ফখরুল

নগরকান্দায় হাতুড়ী দিয়ে পিটিয়ে ১ জনকে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৭২৮ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

ফরিদপুরের নগরকান্দায় হাতুড়ী দিয়ে পিটিয়ে ১ জনকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তি উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের এস এম মুন্সীর ছেলে আতর আলী মুন্সী (৫৫)।

জানাগেছে পৌরসভার কলেজ বালিয়া গ্রামের ফারুক মুন্সীর ছেলে রাসেল মুন্সীর মোবাইল ফোন হারিয়ে যায়। নিহত আতর আলী মুন্সীর ছেলে মান্দার মুন্সীকে সন্দেহ করে মোবাইল চুরি করে নিয়েছে বলে। বুধবার সকালে রাসেল মুন্সী আতর আলীকে ডেকে নিজ বাড়ীতে নেয়। এসময় রাসেল মুন্সী ও তার দুই ভাই মিলে আতর আলীকে হাতুড়ী দিয়ে পিটিয়ে আহত করেছে বলে আতর আলীর পরিবার জানান। আহত অবস্থায় তাকে নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ীতে নিয়ে আসে। পরে রাত আনুমানিক ৮ টার দিকে আবার অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এ ঘটনায় রাসেল মুন্সী (৩০), জুয়েল মুন্সী(২৭), জনি মুন্সী(২২) রাসেল মুন্সীর মা ঝর্না বেগম (৪৫) কে পুলিশ গ্রেফতার করে।

আতর আলীর স্ত্রী মিলি বেগম জানান, আমার চাচাতো দেবর ফারুক মুন্সীর সাথে আমার স্বামীর জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। ফারুকের ছেলেরা আমার স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। অন্যদিকে আতর আলীর লোকজন ফারুক মুন্সীর তিন পুত্র এবং স্ত্রীকে কুপিয়ে আহত করে। এবং তারা হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা যায়।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা বলেন, এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD