রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার উদ্যোগে রাস্তা ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ চলতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোদাগাড়ীর ফিরোজ চত্ত্বর হতে থানার রাস্তাটি ডাবল লাইনে উন্নয়ন এর উদ্যোগ গ্রহণ করা হয় গোদাগাড়ী পৌরসভা পক্ষ থেকে।
তারই ধারাবাহিকতায় রাস্তার সাইডে অবৈধভাবে স্থাপিত দোকান মালিকদের নিজ উদ্যোগে স্থাপিত সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল ।
আজ গোদাগাড়ী পৌরসভার উদ্যোগে সম্প্রসারণ কাজ শুরু হয় এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম,নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন, সহকারী (ভূমি) অফিসার মোঃ ইমরানুল হক গোদাগাড়ী মডেল থানা পুলিশ সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলবৃন্দ।
উচ্ছেদ অভিযান পরিচালনাকালীন সময়ে দোকান মালিক ও বণিক সমিতির সদস্যবৃন্দ সহ উৎসুক জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
এ বিষয়ে পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান (বাবু) সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজকে মত উচ্ছেদ অভিযান শেষ করে বাকি গুলো যাদের এখনো অপসারণ করেনি তারা নিজ দায়িত্বে সরিয়ে না নিলে আগামীকাল থেকে আবার অভিযান পরিচালনা করা হবে। এবং রাস্তা সম্প্রসারণ এর কাজ পৌরসভার তত্ত্বাবধানে পরিচালনা করা হবে বলে তিনি জানান।