শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:০২ অপরাহ্ন

চকরিয়ায় পুর্বশত্রুতার জেরধরে প্রতিপক্ষরা স্কুল ছাত্র কে সাজানো মিথ্যা মামলা দিয়ে জেলহাজতে প্রেরনের অভিযোগ পরিবারের

এস এম হান্নান শাহ চকরিয়া প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৯১৩ বার পড়া হয়েছে /

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিন ছায়রাখালী ৯নং ওয়ার্ডের ভরাচর এলাকায় স্থানীয় একটি নতুন মসজিদ নির্মাণ কে কেন্দ্রকরে ও জায়গা,জমিনের পুর্বশত্রুতার বিরোধের জেরধরে একই এলাকার প্রতিপক্ষরা ও কুচক্রী মহল মিথ্যা মামলা দিয়ে কাতার প্রবাসী কামাল উদ্দীনের ছেলে ও ফাঁসিয়াখালী রশিদ অাহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীতে পড়ুয়া ছাত্র সাকিব হাসান প্রকাশ বাপ্পি নামের এক স্কু্ল ছাত্র কে মিথ্যা সাজানো মামলা দিয়ে

জেলহাজতে প্রেরনের অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগসুত্রে জানাগেছে গত ১৯ জুন শুক্রবার দুপুরের সময় ছায়রাখালী জামে মসজিদে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য অাসার পর পর পুর্বকল্পিত ভাবে সাজানো ধারালো অস্ত্র দিয়ে সাকিব হাসান বাপ্পি নামের ওই স্কুল ছাত্র কে বেধড়ক পিঠিয়ে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদে সোপর্দ করেন। এদিন রাতে প্রতিপক্ষরা স্কুল ছাত্র সাকিব কে বিভিন্ন ধারালা অস্ত্র দেখিয়ে ফাঁসাতে থানা পুলিশের হাতে তুলে দেন বলে স্থানীয় সাংবাদিকদের কাছে এলাকাবাসীর উপস্থিতে পরিবারের পক্ষথেকে অসহায় তার মা মনোয়ারা বেগম অঝরে,নয়নে কান্নারত অবস্থায় জানান। অামার নিরহ,নিরপরাধ স্কুল পড়ুয়া ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে ও সাজানো মামলা দেখিয়ে বর্তমানে জেল হাজতে প্রেরন করেন। এনিয়ে স্কুল পড়ুয়া সাকিব অাটকের পর জেল হাজতে প্রেরনের ঘটনার সত্যতা জানতে চাইলে কক্সবাজার চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাবিবুর রহমান বলেন। সাকিব নামের ওই ছেলেটির কাছ থেকে ধারালো ৩টি অবৈধ রামদা কিরিচ উদ্ধার পুর্বক অস্ত্র অাইনে মামলা হয়েছে। যার মামলা নং-৩৪ তাং-২০/০৬/০৬ খ্রিঃ,ধারা-১৮৭৮ সালের ওই অস্ত্র অাইনে তাকে অাদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন বলে তিনি জানান। এদিকে তার মা দাবী করেন অামার শিশু সন্তান সাকিব নির্দোশ একেবারে নিরপরাধ
অামি অনতি বিলম্বে অাসল ঘটনা উৎঘাটন করে তদন্ত পুর্বক সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিনিত অনুরুধক্রমে মিথ্যা মামলা প্রত্যাহার পুর্বক জেল হাজত থেকে মুক্তিচাই।##

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD