শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন

মোহাম্মদ নাসিমের আত্মার মাগফিরাত কামনায় সড়াতৈল উচ্চ বিদ্যালয়ের দোয়া মাহফিল

 মিজানুর রহমান মিনু, কাজিপুর, সিরাজগঞ্জ, প্রতিনিধি।
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৮৪৯ বার পড়া হয়েছে /

জাতীয় চার নেতার অন্যতম জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর কৃতি সন্তান রাজপথের লড়াকু সৈনিক, সিরাজগঞ্জের গৌরব, জাতীয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখ পাত্র, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্য মন্ত্রী সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের আত্মার মাগফিরাত কামনায় সড়াতৈল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২৫জুন) বাদ আসর সিরাজগঞ্জের ১নং রতনকান্দি ইউনিয়নের সড়াতৈল উচ্চ বিদ্যালয়ের হল রুমে মোহাম্মদ নাসিমের আত্মার মাগফিরাত কামনায় সড়াতৈল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত। উক্ত দোয়া মাহফিলে জাতীয় নেতা সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের কৃতি সন্তান সিরাজগঞ্জ ১ সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় সিরাজগঞ্জের গৌরব, সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের জন্য (বাবার জন্য) এবং পরিবারের সকলের জন্য মোবাইল ফোনের মাধ্যমে দোয়া চান। সড়াতেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,ও বাহুকা কলেজের অধ্যক্ষ মোঃআমিনুল ইসলামের সভাপতিত্বে, সড়াতেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুল ইসলামের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে মোহাম্মদ নাসিমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুরান। এসময় আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাষ্টার, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, সড়াতৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন রতনকান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ভুট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান আপাল,দপ্তর সম্পাদক মনজুরুল ইসলাম। উপজেলা সেচ্চাসেবক লীগের সহসভাপতি মাহমুদুল হাসান মিল্টন। ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আব্দুল আলীম খান, সহসভাপতি তারিকুল ইসলাম সাগর, সহ সকল নেত্রী বৃন্দ এবং এলাকার জনসাধারণের একাংশ। বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখ পাত্র, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্য মন্ত্রী সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের মৌলবী শিক্ষক মাওলানা সাইদুল ইসলাম। দোয়া শেষে তবারক বিতরণের মাধ্যমে উক্ত দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD