শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন

গ্যাস সংকটে চট্রগ্রামে সার কারখানার উৎপাদন বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৪৮৭ বার পড়া হয়েছে /

পর্যাপ্ত গ্যাস সরবরাহের অভাবে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এর উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাটি বন্ধ থাকায় দৈনিক প্রায় দুই কোটি টাকার লোকসান গুণতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে বিসিআইসি’র নিয়ন্ত্রণাধীন এই কারখানায় সার উৎপাদন বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

 

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর গত রোববার রাতে কারখানা চালু করা হলেও মাত্র ২দিন চালু থাকার পর গ্যাসের অভাবে আবারও বন্ধ হয়ে যায় কারখানাটি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

সিইউএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আক্তারুজ্জামান জানান, চাহিদা অনুযায়ী গ্যাসের সরবরাহ না থাকায় কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। এই কারখানায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। উৎপাদন বন্ধ থাকার কারণে কারখানাটিকে দৈনিক প্রায় দুই কোটি টাকা লোকসান গুণতে হবে। স্বাভাবিক গ্যাস সরবরাহ পাওয়া গেলে কারখানার উৎপাদন আবারও শুরু হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD