শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন

হোয়াইট হাউজের কাছে বজ্রপাত, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৪৯৫ বার পড়া হয়েছে /

যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউজের কাছে বজ্রপাতে ৪ জন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ আগস্ট)বজ্রপাতের ঘটনা ঘটে।

 

ওয়াশিংটনের ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগ জানায়, হোয়াইট হাউজের রাস্তার পাশে একটি পার্কে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দুজন নারী ও দুজন পুরুষ আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে

 

বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ডিসি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেসের মুখপাত্র ভিটো ম্যাগিওলো বলেন, হোয়াইট হাউজের কাছে লাফায়েট পার্কে বজ্রপাত আঘাত হানে। এ ঘটনায় আহতদের অবস্থা খুবই আশঙ্কাজনক।

 

সূত্র: সিএনএন, ওয়াশিংটন পোস্ট।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD