রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

সিইসি করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৮ বার পড়া হয়েছে /

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ইসির যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) এসএম আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

হাবিবুল আউয়ালের অনুপস্থিতিতে সিইসির রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। আজই কমিশন এ-সংক্রান্ত আদেশ জারি করবে।

এর আগে, বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কর্মপরিকল্পনা’ প্রকাশ করে ইসি। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাবিবুল আউয়ালের উপস্থিত থাকার কথা ছিল। অনুষ্ঠানে জানানো হয়, অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD