বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন

ভারতে তীর্থযাত্রীদের গাড়ি পুকুরে, নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১২৮ বার পড়া হয়েছে /

ভারতের কানপুরে সনাতন ধর্মাবলম্বী তীর্থযাত্রীদের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় কমপক্ষে ২৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।গতকাল শনিবার (১ অক্টোবর) রাতে কানপুরের ঘাটমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রাক্টর ট্রলি গাড়িটিতে ৫০ জন যাত্রী ছিলেন। গাড়িটি উন্নাওয়ের চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফিরছিলো। কানপুরের কাছে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তারপর একটি পুকুরে পড়ে যায় গাড়িটি।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে সহায়তা করেন। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় আহতদের উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনার পর গতকাল শনিবার রাতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মৃতদের প্রত্যেকের পরিবারের জন্য দুই লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতদের ৫০ হাজার রুপি আর্থিক সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।এক টুইট বার্তায় মোদি বলেন, কানপুরের দুর্ঘটনায় আমি শোকাহত। যারা আপনজনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি সামাল দিতে যথাসাধ্য চেষ্টা করছে।এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। এ ধরনের দুর্ঘটনা এড়াতে ট্রাক্টর ট্রলি গাড়ি আর ব্যবহার না করারও অনুরোধ করেছেন তিনি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD