শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:১২ অপরাহ্ন

জেনে নিন পেনড্রাইভ লক ও আনলকের উপায়

আজকের পোস্ট ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৪৬ বার পড়া হয়েছে /

ফাইল,স্মৃতিময় ছবি, ভিডিওসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের জন্য পেনড্রাইভ বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহার করা হয়। তবে পেনড্রাইভ আকারে খুব ছোট হওয়ায় প্রায়ই হাত ছাড়া হয়ে যায়। এতে বিপদে পড়ে অনেকেই। কারণ কারো হাতে পড়লে ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার সম্ভাবনা থাকে। তাই পেনড্রাইভ চাইলে লক করে রাখতে পারেন। পেনড্রাইভে পাসওয়ার্ড এবং পিন যে কোনো একটি ব্যবহার করতে পারবেন।

পেনড্রাইভে পাসওয়ার্ড সেট করবেন যেভাবে:

১. স্মার্টফোনের মাধ্যমে পেন ড্রাইভ লক করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘ইউএসবি লকইট- পাসওয়ার্ড লক ইউএসবি ড্রাইভ’ অ্যাপটি ডাউনলোড করে নিন।

২. এবার অ্যাপটি ওপেন করুন।

৩. আপনার স্মার্টফোনে ওটিজি কেবল কানেক্ট করুন।

৪. ইউএসবি লক ইট অ্যাপে পেন ড্রাইভের ওপর ক্লিক করলে ‘ওকে’ অপশন পাবেন। সিলেক্ট করে দিন।

৫. এরপর পেন ড্রাইভ লক করার জন্য কম করে ছয় সংখ্যার পিন দিন।

৬. এরপর সেই একই পিন এন্টার করে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে।

৭. এরপর ওকে ক্লিক করলেই পেন ড্রাইভ লক হয়ে যাবে।

পেনড্রাইভ আনলক করতে চাইলে:

১. স্মার্টফোনে ওটিজি কেবল কানেক্ট করে ইউএসবি লক ইট অ্যাপ ওপেন করুন।

২. এরপর আনলক অপশনে ক্লিক করতে হবে।

৩. ছয় সংখ্যার পিন এন্টার করুন।

৪. এরপর আবার ছয় সংখ্যার পিন এন্টার করে আনলক করুন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD