ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে হোয়াটসঅ্যাপে চালু হল কমিউনিটি ফিচার। যেখানে একাধিক গ্রুপ এক ছাতার তলায় পরিচালনা করতে পারবেন অ্যাডমিনরা। এরই সাথে যুক্ত হল ভোট নেয়ার জন্য নতুন পোল ফিচার।গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে এই নতুন ফিচারের কথা ঘোষণা করেছেন মেটা প্রধান মার্ক জুকারবার্গ। কমিউনিটি ফিচারের পাশাপাশি, হোয়াটস্যাপে ভিডিও কলে এবার থেকে ৩২ জন ব্যবহারকারী যোগ দিতে পারবেন। ভয়েস কলে যুক্ত হতে পারবেন ১০২৪ জন সদস্য। ব্যবহারকারীদের সাথে শেয়ার করা যাবে উক্ত কলের লিঙ্কও।মেটার ঘোষণা, কমিউনিটি ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইউজাররা আরও সংগঠিত হতে পারবেন। আসলে এই অ্যাপে পার্সোনাল চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটের একটি সমান আধিপত্য রয়েছে। একাধিক গ্রুপ যাতে একটি কমিউনিটির আওতায় এসে নিজেদের উপস্থিতি আরও ভালোভাবে বজায় রাখতে পারে তারই একটি সমাধান হিসাবে এই নতুন ফিচারটি নিয়ে এসেছে তারা।জানা গেছে, অ্যাডমিনদের কাছে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে যে তারা কোন কোন গ্রুপ একটি কমিউনিটি বা সম্প্রদায়ের মধ্যে আনতে চান। অনেক ইউজাররাই পরিবার, স্কুল এবং কর্মক্ষেত্রের জন্য আলাদা গ্রূপ চ্যাটে যুক্ত থাকেন। কোনো ক্ষেত্রে যদি একাধিক গ্রুপ থাকে সেটি এক ছাতার তলায় কমিউনিটি হিসাবে নিয়ে আসা যাবে এই ফিচারের সহায়তায়।পাশাপাশি মেটাও এও জানিয়েছে, সমস্ত প্রক্রিয়াটি হোয়াটসঅ্যাপ এন্ড-টু-এন্ড প্রযুক্তির অধীনে থাকবে, অর্থাৎ সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে ইউজারদের নিশ্চিত করেছে হোয়াটসঅ্যাপ।নতুন ফিচারের পাশাপাশি বড় ফাইল ট্রান্সফার এবং ইমোজি রিয়াকশনের মতো নতুন সুবিধা নিয়ে এসছে হোয়াটসঅ্যাপ। সবমিলিয়ে হোয়াটসঅ্যাপে আমূল পরিবর্তন আনতে চলেছে মেটা।