মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন

ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১১৫ বার পড়া হয়েছে /

আগামী ২৪ নভেম্বর দুই দিনের সফরে প্রথমবারের মতো ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। গতকাল শনিবার (১২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।ঢাকায় অনুষ্ঠেয় ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে আগামী ২৩শে নভেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।পররাষ্ট্র মন্ত্রণালয় ও রাশিয়ান দূতাবাস সূত্রে জানা যায়, বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকায় আসছেন দেশটির কোনো পররাষ্ট্রমন্ত্রী।সফরে তিনি ঢাকায় অনুষ্ঠেয় ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আইওআরএ’র বর্তমান সভাপতি বাংলাদেশের আয়োজনে আগামী ২২ ও ২৩ নভেম্বর সংগঠনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটি সিএসওর বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে। আর ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এর সদস্য রাষ্ট্রগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠক।আইওআরএ’র সদস্য রাষ্ট্র এবং ডায়ালগ অংশীদারদের ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল শনিবার মস্কো রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিশ্চিত করেছে। এ সংক্রান্ত একটি নোট ভারবাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে রুশ দূতাবাস।সূত্র আরো জানায়, রুশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD