রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

মেট্রোরেলের উদ্বোধনে বাংলাদেশকে অভিবাদন যুক্তরাষ্ট্র দূতাবাসের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১২২ বার পড়া হয়েছে /

মেট্রোরেল উদ্বোধন করায় বাংলাদেশকে অভিবাদন জানিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। একই সঙ্গে মেট্রোরেলের ছয় নারী চালককে অভিবাদন জানানো হয়।বুধবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ফেসবুক পেজে এই অভিবাদন জানায়।যুক্তরাষ্ট্র দূতাবাস বলছে, ঢাকায় দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনের জন্য বাংলাদেশকে অভিনন্দন! আমরা মারিয়াম আফিজাসহ মেট্রোরেলের ছয় নারী চালককে অভিবাদন জানাই।এছাড়া মেট্রোরেল নিয়ে বিস্তারিত লেখা একটা রিপোর্টও শেয়ার করে যুক্তরাষ্ট্র দূতাবাস।এর আগে বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার পর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে নামফলক উন্মোচন করে মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরপর দুপুর ১টা ৫৪ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মেট্রোরেলে করে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। মাত্র ১৭ মিনিটে আগারগাঁও পৌঁছান তিনি। প্রায় ১২ কিলোমিটারের এই পথে প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোরেলটির চালক ছিলেন মরিয়ম আফিজা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD