আগামী ২৯ শে জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীতে আগমন উপলক্ষ্যে রাজশাহীর পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়ায় এক বিশাল বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬শে জানুয়ারি) বিকেলে ধোপাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জিউপাড়া আওয়ামী লীগের উদ্যোগে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।এ সময় মো আব্দুল হান্নানের সভাপতিত্বে ও মাহফুজ আহমেদ ডলার, এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার মোঃ মুনসুর রহমান এমপি, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর)।আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আগামী ২৯ ই জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের উদ্দেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন। জিউপাড়া ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সংখ্যক লোক সমাবেশ উপস্থিত হবে বলে আশা ব্যক্ত করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সভাপতি পুঠিয়া উপজেলা আওয়ামীলীগ ও মোঃ আহসানুল হক মাসুদ, (সাবেক সাংগঠনিক সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগ)। এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খ ম শাহরিয়ার রহিম কনক, সাধারণ সম্পাদক পুঠিয়া উপজেলা আওয়ামীলীগ।এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হোসনেয়ারা বেগম, (চেয়ারম্যান ৬ নং জিউপাড়া ইউনিয়ন পরিষদ।) মোঃ শামীম হোসেন ইউপি সদস্য জিউপাড়া ইউনিয়ন পরিষদ। মোঃ সাকিবুর রহমান মিঠু, সভাপতি (সাবেক) পুঠিয়া উপজেলা ছাত্রলীগ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা, আরজুল্লাহ শেখ (ঝাটু), সভাপতি ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ। কাবিল উদ্দিন, ৫ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক সহ জিউপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আরো অনেক নেতাকর্মীরাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।