রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

‘রাজশাহীতে নৌকায় ভোট চাইবেন প্রধানমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ১৪৩ বার পড়া হয়েছে /

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনের আর বাকি এক বছর। কিন্তু নির্বাচনের প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি। প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য রাজশাহীবাসীর সমর্থন চাইবেন। তিনি রাজশাহীর উন্নয়নে গত ১৪ বছরে যা কিছু করেছেন তার ওপরই ম্যান্ডেড অবশ্যই চাইবেন।’শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে প্রধানমন্ত্রীর রবিবারের জনসভার মাঠ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে শক্তিশালী। আইএমএফের মতে, পৃথিবীতে বাংলাদেশ ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ। বিএনপির নেতারা বাংলাদেশের সাথে শুধু শ্রীলঙ্কার তুলনা করে বেড়ান। বাংলাদেশ নাকি এক মাসের মধ্যেই শ্রীলঙ্কা হয়ে যাবে।’তিনি আরো বলেন, ‘স্বাধীন বাংলাদেশের মাত্র ২১ বছর ক্ষমতায় আওয়ামী লীগ। এই অল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। উন্নয়নে আর অর্জনে আজ বদলে গেছে রাজশাহী। এ নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী। রাজশাহীর দলীয় জনসভা থেকে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ নিয়ে রূপকল্পর কথাও বলবেন। ডিজিটাল বাংলাদেশ যেভাবে গড়েছেন, একইভাবে তিনি স্মার্ট বাংলাদেশও গড়বেন।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD