বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন

সিগারেট না আনায় নৈশ প্রহরীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ৩৪৫ বার পড়া হয়েছে /

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় সিগারেট এনে না দেওয়ায় মোহাম্মদ ইউসুফ (৭৫) নামে এক নৈশ প্রহরীকে হত্যা করেছেন মোস্তফা নামের একজন।সোমবার (৩০ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে বাকলিয়া থানার বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, বউবাজার এলাকায় ভোর রাতে প্রহরীর দায়িত্ব পালন করছিলেন ইউসুফ। এসময় মোস্তফা নামের এক ব্যক্তি ইউসুফের কাছে সিগারেট চায়। ইউসুফ তার কথামত সিগারেট এনে দেন। কিছুক্ষণ পর আবারও সিগারেট এনে দিতে বললে ইউসুফের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মোস্তফা। একপর্যায়ে মোস্তফা ইট দিয়ে ওই নৈশ প্রহরীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।স্থানীয়দের বরাতে ওসি আবদুর রহিম জানান, স্থানীয় বাসিন্দারা মোস্তফাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তারা জানিয়েছেন, মোস্তফা প্রায় সময়ই নেশাগ্রস্ত থাকতো এবং তার মানসিক সমস্যাও রয়েছে। এ ঘটনায় ইউসুফের ছেলে বাদী হয়ে মামলা দায়ের করেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD